মোটি ভেশনঃ সঞ্চয়, পুজিগঠন, বিনিয়োগ ও আয় সৃষ্টি।
সমিতি গঠনঃ কমপক্ষে ২০ জন ব্যক্তি/সদস্য নিয়ে একটি সমিতি গঠন
নিবন্ধনঃ জেলা সমবায় অফিসার নিবন্ধন দিবেন। ( প্রকল্প বর্হিভূত সমিতি)
অডিটঃ উপজেলা সমবায় দপ্তর ও জেলা দপ্তর হতে।
প্রশিক্ষণঃ
* বাংলাদেশ সমবায় একাডেমী, কুমিল্লা
* আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, ফরিদপুর।
* জেলা সমবায় দপ্তরের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট কর্তৃক।