অত্র উপজেলায় সাধারন সমবায় সমিতির সংখ্যা ২৩ টি। সদস্য সংখ ১৭১৭ জন। শেয়ার মূলধন ৫,১৯,৪৯০ টাকা। সঞ্চয় আমানত ৪২,৪৫,৩৫০ টাকা। ২০১৫-২০১৬ বষে ননটাক্স রেভিনিউ (অডিট ফি) ৪১৮০/ টাকা ভ্যাট ৬৩০/- টাকা। ২০১৫-২০১৬ বষে নিবন্ধন ফি ৬০০/- টাকা। ভ্যাট ৯০/টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।
নতুন সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে কুড়ি জন ব্যক্তির উপস্থিতিতে ০১ (এক) টি সাংগঠনিক সভা করে নিম্ন বণিত সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
ক) সমিতির নামকরন।
খ) সমিতির সভ্য নির্বাচনী এলাকা।
গ) সমিতির ঠিকানা।
ঘ) উপ-আইন প্রনয়ন।
ঙ) ব্যবস্থাপনা কমিটি গঠন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS